সিগময়েড ফ্রয়েড কে আমরা চিনি তার মনোবিজ্ঞান, দর্শন, স্নায়ুতন্ত্রে বিশেষ অবদানের জন্য।
কিন্তু আপনি জানেন কি? প্রেমিক হিসাবে তিনি মজনু পর্যায়ের ছিলেন? ভালবাসতেন মার্থা বার্নেস নামের একজন কে।
তার কাছে মার্থাবার্নেস এতই প্রিয় ছিল যে তাকে ছাড়া কিছু ভাবতে পারতেন না। একবার মার্থাবার্নেস স্কেটিং করতে গিয়ে পায়ে আঘাত পান। এই ঘটনায় ফ্রয়েড এতটা দুঃখ পান যে নিজের সায়াটিকার (যাদের আছে তারা বুঝতে পারেন এটা কি যন্ত্রনার ব্যথা) ব্যথা ভুলে যান। যেখানে মার্থা স্কেটিং করত সেখানে বলে দেন যেন তার প্রতি স্পেশাল কেয়ার নেয়া হয়।
কিছুদিন তাকে স্কেটিং থেকে বিরত রাখেন। চার বছর প্রেম করেন। এই চার বছরে তাঁকে ৯০০ এর বেশি চিঠি লিখেন। প্রতিটি চিঠিতে মার্থাকে কি পরিমান মিস করেন, কি পরিমান ভালোবাসা জমা রেখেছন তা জানাতেন। এইবার মার্থা তার বাপের ছেড়ে অন্য আত্বীয়ের বাড়িতে থাকার ইচ্ছা পোষন করলে ফ্রয়েড তাকে কঠোর ভাবে নিষেধ করে দেন। মার্থাও তাকে প্রচন্ড ভালবাসতেন। সকল প্রকার অভাব অনটন চড়াই উতরাইয়েই পাশে থেকেছেন সাহস যুগিয়েছেন জীবনের শেষ পর্যন্ত তার সাথে কাটিয়েছেন।