প্রিয়াংকা বয়স ৭ বছর। এবার ক্লাস ওয়ান থেকে ক্লাস টু তে উঠেছে। কিছুদিন হল তার ছোট ভাই হয়েছে। প্রথম প্রথম খুবই খুশি। খুব আদর করে। কান্না করলে ছুটে যায়। কিছুদিন যেতে না যেতে তার মাঝে পরিবর্তন আসে। সে আর ভাইকে সহ্য করতে পারে না । ভাইকে তার মা কোলে নিলে তাকে ও কোলে নিতে হবে। এত দিন সে নিজের হাতে খাবার খেত। কিন্তু সে এখন আর নিজের হাতে খাবার খেতে চায় না।
সে বিছানায় প্রস্রাব করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু ইদানীং বিছানায় প্রস্রাব করা শুরু করে দিয়েছে। একদিন সে তার বাবাকে বলেছিল তাকে এখন আর আগের মত ভালোবাসে না তার মা। রাতে শোয়ার সময় মায়ের যে পাশে ছোট বাবু শোয় সে পাশে শোয়ার জন্য জেদ করে। কয়েকদিন হল স্কুল খুলেছে কিন্তু স্কুল যাওয়ার আগে তার পেট ব্যথা শুরু হয়। এই জন্য কয়েক জন ডাক্তার কেও দেখিয়েছে। অনেক গুলো টেস্ট করিয়েছে। কিন্তু কোন কিছুই ধরা পরেনা। পেটের ব্যথাও যায় না। মা বাবা অনেক চিন্তিত তাদের মেয়ে কে নিয়ে। অবশেষে তারা ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করেছে। সর্বশেষ চেষ্টা হিসাবে সাইকিয়াট্রিষ্টের কাছে এসেছেন ।
তাদের সবকিছু মন যোগ দিয়ে শোনার পর, বাচ্চার কথা শুনলেন ডাক্তার সাহেব। পিতামাতাকে বললেন আপনার বাচ্চার শারীরিক কোনো রোগ হয় নাই। যে সমস্যা সেটাকে মেডিকেলের ভাষায় চাইল্ড হুড রিভালরি বলে। এইটা ছোট ভাই/বোন হলে বাচ্চাদের মনে এক ধরনের ভয় জন্মে, তাদের সব কিছু ভাগ হয়ে যাচ্ছে। তার আর আগের মত গুরুত্ব কমে যাচ্ছে। সামান্য কিছু জিনিস মেনে চললে এটা ভালো হয়ে যায়।
কিছুদিন পর ফলোআপে আসে, এখন আর পেটে ব্যথা নাই, স্কুল যেতে আর কোন সমস্যা নাই।