সাধারণত এই রোগ “শুচিবায়ু” নামে পরিচিত। এই রোগে যারা ভোগেন তারা সাধারণত একই কাজ বারবার করেন। তাদের ধারণা কাজটি সম্পূর্ণ হয়নি বা মন মতো করতে পারেন নি। যেমন- হাত ধোয়া, গোসল করা, ঘরের তালা/দরজা লাগানো, যেকোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি। অনেক সময় দেখা যায় তারা ঘণ্টার পর ঘণ্টা একই ধরনের কাজ করে চলছেন।
আবার কতক ক্ষেত্রে তাদের মাথায় একটা চিন্তা ঢুকলে, সে চিন্তাই বারবার করতে থাকেন এবং প্রায় সারাদিন সে চিন্তা করেন। রোগী নিজে জানে এই চিন্তা অনর্থক, অর্থহীন। তবু বাধ্য হয়ে এই চিন্তা তাকে করতে হয়। অনেকের চিন্তা ধর্মীয় বিষয় নিয়ে হতে পারে। যেমন –কেও নামাজ পড়তে বসলে তাৎক্ষণিক ভাবে তে মনে হয় আল্লাহ নেই। আবার পরে সেটা ঠিক করে নেন।
শুচিবায়ু রোগে যারা ভোগেন তারা সাধারণত সিদ্ধান্ত নিতে দেরি করেন, কাজকর্ম ধীর গতিতে করেন, একটু বদমেজাজি থাকেন এবং সর্বদা টেনশন করেন। মেয়েদের মধ্যে শুচিবায়ু এর প্রকোপ ছেলেদের চেয়ে একটু বেশি। শিশুদের মধ্যেও অবসেশন পাওয়া যায়। রোগীরা উপরিউক্ত অস্বাভাবিক চিন্তা অস্বাভাবিক অভ্যাস বাদ দিতে চান, কিন্তু পারেন না।
চিকিৎসা
শুচিবায়ু রোগের ভালো চিকিৎসা আছে। ঔষধ নিয়মিতভাবে দীর্ঘদিন খেতে হয়। এছাড়া রয়েছে বিভিন্ন প্রকার সাইকোথেরাপি।