দ্রুত বীর্যপাত

নতুন দম্পতিদের সাধারণ কিছু যৌন সমস্যা ও সমাধান

নতুন বিবাহিতদের মধ্যে প্রথম প্রথম যৌন মিলনের কিছু কমন সমস্যা লক্ষ করা যায়।

ক) দ্রুত বীর্যপাত : নতুন পরিবেশ ও অতি উত্তেজনাবশত প্রায় ৯০-৯৫% পুরুষই জীবনের প্রথম যৌন মিলনে দ্রুত বীর্যপাত বা Rapid ejaculation সমস্যার সম্মুখীন হন।

দুটি কারণে এটি হয়ে থাকে-

১| অনভিজ্ঞতা

২। অতিরিক্ত উত্তেজনা

ক) অনভিজ্ঞতা:

জীবনের প্রথম সহবাস অনেক উত্তেজনা কাজ করে। বিশেষ করে যারা এসব ক্ষেত্রে প্রথম। তাদের ক্ষেত্রে উত্তেজনা বেশি কাজ করে। অনেকেই পর্ন ভিডিও দেখে জ্ঞান অর্জন করে। পর্ণ দেখে বাস্তবতা এবং ফ্যান্টাসি গুলিয়ে ফেলে। ফলে অতি উত্তেজিত হয়ে যায়। অতিরিক্ত উত্তেজনার কারণে মিলনের সময় নিজের উপর কন্ট্রোল থাকে না। ফলে অতি উত্তেজনায় দ্রুত বীর্যপাত ঘটে। এর ছাড়াও মিলনের সময় স্ত্রীর যোনির উষ্ণতা বেড়ে জয়ায়। লিঙ্গ প্রবেশ করানোর পর যোনির ভেতরের উচ্চ উষ্ণতা পুরুষকে দিশেহারা করে তোলে। ফলাফল খুব অল্প সময়েই বীর্যপাত

খ) অতিরিক্ত চাপ :

বিয়ে সব সময় মানসিক চাপ সৃষ্টি করে। যেমন, বাসর রাতে বিড়াল মারা আমাদের সমাজের প্রচলিত একটা প্রবাদ। এর ফলে নিজের উপর বিশেষ চাপ তৈরি হয়। চাপ যত বাড়ে ,কন্ট্রোল তত কমে ফলাফল প্রথম মিলনে দ্রুত বীর্যপাত।

পরামর্শ

  • প্রথম দিকে এমনটা হতেই পারে।
  • এটি কোনো সমস্যা নয়, সবার ক্ষেত্রেই তাই হয়ে থাকে।
  • তবে ভয়ের কিছু নেই, ধীরে ধীরে নিয়মিত মিলন হলে সময় বৃদ্ধি পাবে।
  • চেষ্টা করুন একাধিকবার মিলন করতে।
  • প্রথমবার দ্রুত বীর্যপাত হলেও নিরাশ না হয়ে আবার শুরু করুন।
  • স্ত্রীকে বোঝাবেন যে প্রথম-প্রথম এরকম হয় কিছুদিন পর ঠিক হয়ে যাবে।

এই সমস্যাগুলো যৌন মিলনের প্রথমদিকের স্বাভাবিক সমস্যা হিসেবে ধরা হয়ে থাকে। তাই একেবারে অপারগ না হলে ঔষধ সেবন দরকার নেই। তবে সমস্যার সমাধান না হলে সাইকিয়াট্রিস্টের সাথে পরামর্শ করা যেতে পারে।

মনে রাখবেন দ্রুত বীর্যপাত বা Rapid ejaculation যৌন সমস্যা নয়, এটা মন যৌন সমস্যা তাই একজন সাইকিয়াট্রিস্ট ই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *