আমার বিয়ে হয়েছে প্রায় ১৭ বছর। ২ সন্তান এক জন মেয়ে আরেক জন ছেলে। মেয়েটির বয়স ১৫ এর বেশি। আমার স্বামী বাহিনীতে চাকরী করে। এই ১৭ বছর জীবনে আমি কখনো আমার স্বামী কে অবিশ্বাস করি নাই এবং স্বামীকে নিয় কখনো অসুখী ছিলাম না।
আমার কখনো মনে হয় নি সে আমার সাথে বিশ্বাস ঘাতকতা করবে। আমরা বিয়ের আগে প্রায় ৩ বছর প্রেম করেছি। তাকে কখনো অবিশ্বাস করার করার মত কিছুই দেখি নাই এবং করিও নাই। স্বামী কে অবিশ্বাস করা মানে নিজেকেই ছোট করা মনে করতাম। কিন্তু জানেন সেদিন কি হল যেন আকাশ আমার উপর ভেঙ্গে পড়ল।
আমার স্বামী অফিস থেকে বাসায় আসল। যথারীতি তাকে গোসলের কাপড় দিলাম। সে ওয়াস রুমে গেল। ডাইনিং এ আমি খাবার রেডি করছি। তার ফোনে বার বার এসএমএস আসছে। আমি জীবনে যা করি নাই আজ তাই করলাম। তার ফোন হাতে নিয়ে এসএমএস চেক করলাম। দেখে মনে হল কোন এক মেয়ের এসএমএস। প্রথমে ভাবলাম হয়ত কেও ভুল করে দিয়েছে। আমি আর মাথা ঘামালাম না।
এর কিছু দিন পর আমি আর আমার স্বামী এক সাথে শুয়ে আছি। ও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ সেই নাম্বার থেকে আবার এসএমএস। আমি মোবাইলটা নিয়ে নাম্বার টা চেক করে দেখি অসংখ্য এসএমএস। আমার স্বামীরও উত্তর রয়েছে। তাদের কনভারসেশন দেখলাম। যতই পড়ছি ততই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। একটা মেসেজে দেখলাম “কালকের ছবিগুলো ডিলিট করে দিও”। ছবির কথা দেখে গ্যালারীতে গেলাম। প্রায় ১৫০০ এর মত অন্তরঙ্গ ছবি।
এটা দেখার পর আমার কি হয়েছ আর বলতে পারব না। পরে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমি বেশি আশ্চর্য হয়েছি মেয়েটি আর কেও না ১০ বছর আগে পরিচয় করিয়ে দেওয়া আমার খুব কাছের বান্ধবী। আমি আর কি নিয়ে বাঁচব স্যার। আমার তো বেঁচে থাকার বিশ্বাস টাই আর নাই ।