টেলিফোনে আলাপের সময় মেয়েরা বয়ফ্রেন্ডকে মনে করে স্বপ্নের রাজকুমার। আরো মনে হয় বসন্তের লাল গোলাপের মতো। সেই রাজকুমারের প্রতিটি কথা ভালো লাগে। প্রত্যেক মেয়ে চায় তার ভালোবাসার মানুষ হবে সকল গুনে গুণান্বিত।
প্রেমিক ছেলেটি সুযোগ গ্রহণ করে । সে নিজের মিথ্যা পরিচয় দিয়ে প্রেমিকার মন জয় করতে থাকে। প্রেমিক ছেলেটি মোবাইলে প্রেমিকাকে প্রেমের কবিতা শোনাবে আকাশ কুসুম স্বপ্ন দেখাবে। বলবে হয়ত এতোদিন আমি তো তোমার মত একজন কে খুঁজছিলাম। আমি জানতাম তোমাকে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। আমি চেয়েছি ভালোবাসাপূর্ণ ভালো মনের একজন মানুষ। যে মানুষ আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। তোমাকে পেয়ে আমি অমূল্য রত্ন পেয়েছি। আমার মনের আশা পূর্ণ হয়েছে।
বেচারি প্রেমিকা প্রেমিকের সবকথা সত্য বলে বিশ্বাস করে। অথচ বাস্তব কিন্তু সম্পূর্ণ বিপরীত। প্রেমের ফাঁদে ফেলে এ মেয়েকে ভোগ করার পর শিকারি প্রেমিক আরেকটি শিকার ধরার জন্য প্রেমের ফাঁদ পাতে। ভোগ করা মেয়েটিকে সম্পূর্ণ ভুলে যায়। কারণ ভোগ করার পর সে মনে করে ওর নিকট আর কিছু পাওয়ার কিছু নেই। নতুনভাবে ফাঁদে ফেলা অন্য মেয়েদেরকেও সে একইভাবে ভোগ করে। তারপর তৃতীয় আরেকজনের সন্ধান করতে থাকে। তৃতীয় প্রেমিকার সাথেও রোমান্টিক ভাষায় কথা বলতে থাকে তাকে স্বপ্ন দেখায় মিথ্যা পরিচয় দিয়ে প্রেমিকার মন জয় করে নেয়। (সংগৃহীত)