Unsocial love

অসামাজিক প্রেম

আমার সামনে যিনি বসেন আছেন তার বয়স প্রায় ৪৫ এর কাছাকাছি। চার সন্তানের জননী। বড় ছেলের বিয়ে দিয়েছেন। নাতি পুতিও আছে। তার ছোট ছেলে নিয়ে আসছেন।

ছেলের ভাষ্য…

মা প্রতিদিন বাবার সাথে ঝগড়া করেন। বাবাকে তালাক দিতে চান। আজকেও বাবাকে হুমকি দিয়েছেন তাকে তালাক দিবেন,বাবা এই জন্য তাকে শারিরিক ভাবে প্রহার করেছেন। এই নিয়ে প্রতিদিন সংসারে অশান্তি লেগেই থাকে। গত তিন বছর থেকে এই সমস্যা লেগেই থাকে।

কেন তোমার আম্মু এত দিনে তোমার বাবাকে তালাক দিতে চায়??

স্যার কি আর বলব লজ্জার কথা?

আমার বড় ভাইয়ের এক বন্ধু ছিল ছোট বেলায়, তাও ২৫ বছর আগের কথা, সে অনেক দিন থেকে ই আমাদের গ্রামেও থাকে না

আম্মু তাকেই ভালবাসে। তার জন্য একদম পাগল। তার জন্য এখন আমাদের কেও তার ভালো লাগে না। আব্বুকেও ছেড়ে দিতে চায়। সেই লোকের কথা সব সময় আলোচনা করে। কি যে লজ্জার কথা!

সেই লোক নাকি তাকেও অনেক ভালবাসে। শুধুমাত্র আব্বার কারনে সে আসতে পারে না। আমরাও তার শত্রু হয়ে গেছি। সেই লোক গোপনে তার সাথে দেখা করে। তাকে প্রচন্ড ভালোবাসে। তাকে না পেলে আম্মা আর বাঁচবে না। সেই লোলকে এক্ষুনি এনে দিতে হবে। কত হুজুর দেখাইলাম, কবিরাজি করে কত টাকা নষ্ট করলাম। কিছুতেই কিছু হয় না। দিন দিন তিনি যা করছেন তাতে আমাদের মান সম্মান সব শেষ।

রোগীর সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেলে। জানা গেলে সেই প্রেমিকের চিন্তায় এখন তার আর ঘুম ও আসে না।

তাদের আশ্বস্ত করে পরবর্তি চিকিৎসা দেওয়া হল, এবং জানানো হল এটিও একটি মানসিক রোগ, সঠিক চিকিৎসায় ভালো হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *