মানসিক রোগের মধ্যে সবচেয়ে বিভ্রান্তিকর ও আলোচিত রোগের নাম Conversion Disorder.
Conversion Disorder আসলে কী?
Conversion অর্থ পরিবর্তন বা রূপান্ত। মানুষের মনের ভিতর চেপে থাকা মানসিক সমস্যা পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে যে কোন ধরনের মানসিক ও শারীরিক সমস্যা দিয়ে প্রকাশ হয়ে থাক। তাই এর নাম করণ করা হয়েছে Conversion Disorder.
এ রোগে আক্রান্ত একজন মানুষ যে কোন ধরনের সিম্পটম নিয়ে হাজির হতে পারে। যেমন..
শারীরিক সমস্যা: (ব্যাথা, প্যারালাইসিস, অন্ধ, খিচুনি, অবশ লাগা, বমি, দাত লেগে যাওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, হাত পা মাথা বা শরীরের যে কোন জায়গা কাঁপা,ইত্যাদি )
মানসিক সমস্যা: (টেনশন, মেজাজ খারাপ, হঠাৎ রেগে যাওয়া, কিছু মনে করতে না পারা, ঘুমের সমস্যা, যে কোন ধরনের অস্বাভাবিক আচরণ করা সহ অনেক কিছুই হতে পারে)
শুনতে অদ্ভুত হলেও এটি সত্যি যে অসুখ বিসুখ বিষয়ে যত ধরনের সমস্যা একজনের জানা আছে সে সবের যে কোনটিই আক্রান্ত ঐ মানুষটির রোগের উপসর্গ হতে পারে।
কারণ: এ রোগটির উৎস অবশ্যই মানসিক। মোটাদাগে বলতে গেলে বলা যায়, একজন মানুষের যতটুকু চাপ নেয়ার ক্ষমতা আছে তার থেকে বেশী চাপের কারণেই এরোগ হয়ে থাকে। মানুষ যখন কোন একটা বিষয় নিয়ে প্রচন্ড চাপে পড়ে যায় বা দোদুল্যমান অবস্থার ভেতরে আটকে যায়, সব মিলিয়ে মনের ভিতর যখন একটা conflict তৈরী হয়, এবং মনের সমস্যা টি আটকে যায়, তখনই এমন রোগ হতে পারে।
*এ রোগের জন্য personality কেও দায়ী করা হয়। যারা নরম স্বভাবের মানুষ বা Anxiety যাদের বেশি হয় তাদের এ রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
#এই রোগে যে Physiological এবং Psychological symptom দেখা যায় এর পিছনে কোন নিউরোলজিক্যাল ব্যাসিস থাকে না। শারীরিক কারণ খুজে না পেয়ে অনেকে মনে করেন এটি জিন-ভুতের আচর। ফলে কবিরাজি চিকিৎসায় চলে যায়।যা কখনো কখনো রোগের মাত্রা বাড়িয়ে দেয় বা নতুন রোগের সৃষ্টি করে।
চিকিৎসা:
Conversion Disorder এর প্রাথমিক চিকিৎসা মেডিকেশন হলেও প্রধান চিকিৎসা হলো সাইকোথেরাপি। সাইকোথেরাপি তে বিভিন্ন Psychological method এর মাধ্যমে রোগীর না বলা কথাগুলো অত্যান্ত দক্ষতা ও যত্নের সাথে শোনা হয়,সাইকোথেরাপিতে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পেশেন্ট এর internal conflict গুলো নিয়ে তার সাথে কথা বলে, তার প্রাইমারি এবং সেকেন্ডারি পেইন গুলো খুঁজে বের করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
অতএব, আমাদের জীবনে নানা ধরনের Stress এবং Anxiety base পরিস্থিতি আসতেই পারে,এ সকল পরিস্থিতি উপযুক্ত উপায়ে মোকাবেলা করা অথবা সময় থাকতেই Conversion Disorder এর কোন লক্ষণ দেখা দিলে উপযুক্ত therapist এর শরণাপন্ন হওয়া উচিত।
এই ধরণের সিম্পটম দেখা দিলে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না।
Monisha Islam
Intern Clinical psychologist
Rangpur Medical College Hospital, Rangpur.
❤️❤️❤️